নেতার সাথে তুলছি ফটো হইছে খুবই জোশ
আজকে আমি হাজার দিনের চেয়েও অনেক খোশ,
বহুত দিনের স্বপ্ন ছিলো নেতার হাতটা ধরে
হাসি মুখে সেল্ফি তুলে টাঙিয়ে রাখুম ঘরে;

অবশেষে স্বপ্ন আমার সত্যি হলো আজ
বাকি জীবন বইসা খামু করছি কাজের কাজ,
হরেক রকম দিবস এলে ছাপমু বিশাল ব্যানার
নগর জুড়ে ফুটবে সুনাম করবে সবাই অনার;

হাসি মুখের পোস্টারেতে ভরমু অলিগলি
বুঝবে লোকে কতো বড় নেতার সাথে চলি!
কতো বড় নেতার সাথে আমার যোগাযোগ
চ্যানেল ধরে মিটিয়ে দিবো বাধলে গোলযোগ;

বিচার-শালিস করতে যামু হলে ঝগড়াঝাটি
চেয়ারে বসুম পা তুইল্যা বাকিরা বসবে মাটি;
রাস্তা ঘাটে চলার পথে সবাই করবে সালাম
ভবিষ্যতের নেতা আমি শ. মোহাম্মদ কালাম।