বাজার থেকে অনেক বেছে কিনলো বিড়াল ইলিশ
দাম শুধালে মিউমিউ করে বললো 'ছেচল্লিশ'_

- সস্তা অতি! কোন হাটেতে? বলো একটু ভাই
     : রামকৃষ্ণ লেনের পাশে দোকানদার কানাই

- কানাই? সে তো মহা পাজি! হাঁকে ভীষণ বেশি
    : আরে ভাই! ইলিশ আছে হরেক রকম, বিদেশি ও দেশি

- সস্তায় পেয়েছো যাহা, সেগুলো কী তবে?
     : সার্ডিন, খেয়েছো কোনো কালে? কবে?

- এ তো নিষেধ খাওয়া, শুনেছি বিষাক্ত অতি!
     : কালে কালে কতো খেলো আমাদের জাতি!
     তোমরা তো মাছ খেয়ে কাঁটা ফেলে দাও,
     কাঁটা হলো আমাদের কোরমা পোলাও।