আর কিবা দেবার আছে বলো ?
এই ভগ্ন হৃদয় - অশুভক্ষণ আর চিরনিদ্রা ছাড়া
কিছুই তো নেই বাকি!

-নিবে ?

-এসবে তোমাকে মানাবেনা লক্ষিটি;

-তুমি বরং একগুচ্ছ বিশুদ্ধ নিশ্বাস নিয়ে যাও,

-এটাই কিন্তু শেষ...নির্লজ্জের মতো আর এসোনা ফিরে...

শূন্য হাতে তোমাকে ফেরাতে আমার ভীষণ কষ্ট হয় ।