আয় না তুই মনে, খুব যতনে রাখবো লুকে
বুকের মধ্যখানে; ভালোবাসার মালা
রাত্রি জেগে গাঁথবো রোজ পড়াতে তোর গলায়।
পাশাপাশি বসে, পাহাড় চূড়ার নির্জনতায়
চাঁদ পড়বে খসে।
শহর ছেড়ে দূরে, ভালোবাসার প্রাসাদ দুজন
গড়বো কুঁড়েঘরে; সে ছোট্ট কুঁড়েঘরে
স্বর্গ তুই সাজিয়ে নিস আপন মতো করে।
লক্ষ ফুলের সুবাস
তোর আর আমার প্রেমের মাঝে কিসের অবিশ্বাস!