খুব করে চাই জড়োসড়ো শীতের রাত
ফেলে আসা একান্ত দুপুর, জেঁকে বসা
শিশিরের কোলাহলে
বিশ্বস্ত আঁচলের ঘ্রাণে পেতে চাই
একটু নৈঃশব্দ্যের ওম
চাই একটা উষ্ণ ভোরের তুমি;
দ্বিধাহীন নিশ্চুপে একদিন
খুব চেনা আঁচলেই সঁপে দিবো
সারাটা জীবন ফেরি করা আমার অশেষ আকুতিগুলো–
ব্যাকুলতায় ভরা পাণ্ডুলিপিগুলো তোমার শিয়রে রেখে
বহু রাত জাগা আমি দিতে চাই
প্রশান্তির দীর্ঘ ঘুম–
হতে চাই পৃথিবীর সবচেয়ে ইর্ষণীয় সুখী।