রক্ত শিরায় হিমনদী প্রবাহিত করে
বৃক্ষের মতো যখন আমি স্থির
তখনো আমার দিকে উস্কানির তীর ছুড়ে মারে কারা?
কী লাভ তাদের
আমাকে আঘাত করে?
আমি তো জড় এক পাথর!
প্রতিশোধ বা প্রতিরোধের বারুদগুলো
নিভিয়ে ফেলেছি সেই কবেই,
তবু কেন তারা রক্তিম সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে থাকে আমার চারপাশে?
পাথরের বুকে আঘাত করে
কেন তারা মেতে ওঠে
নগ্ন তামাশার অন্ধকারে?
২৩/৭/২০১৬