কে কেড়ে নিলো বিভোর চাওয়া
কে ভাঙালো ঘুম
নিষ্কলুষ স্বপ্ন আমার
কে করলো গুম,
কে দিলো মোরে আহত সকাল
আঁখিতে ঝরালো বৃষ্টি
কে বিঁধে দিলো বিষের কাঁটা
ফেললো কুদৃষ্টি,
কে পরালো লোহার শেকল
কে করলো স্থবির
জীবন আজি লাভার নদী
দু:খ বড়ই গভীর,
কে পরালো শীর্ণ বসন
কে করলো দু:খী
সব ভালো আজ দিলাম তাকে
হোক সে চিরসুখী।
০১/৫/২০১৭