শ্রাবণের পালকে ভেসে ভেসে
সত্য'রা কাছে আসছে ক্রমেই,
আর মিথ্যাগুলো মিলিয়ে যাচ্ছে দূরের আকাশে__
বহুবার নীরদ প্রলোভনে- মিথ্যারা চুষে নিয়েছে শ্যাওলার প্রাণ
বহুবার দিনপতি'র উপহাসে রিক্ত হয়েছে মরূর চাতক!
কাদম্বিনী,
এবার একপশলা অকালবর্ষণ হয়ে ঝরো,
অবিনাশীর প্রদীপ্ত অহমিকা চূর্ণ করে দাও
তোমার সুশীতল অশ্রু ধারায়।
রচনাকালঃ- ৫/৭/২০২০