যতবার পড়ে যাও পিছলে দু পা
যতবার কোনো কাজে করে ফেলো ভুল,
শেষ নয় সবকিছু- শুরু করো ফির
ভুল থেকে শুরু হোক প্রাপ্তি অতুল।
যতবার সন্দেহ বাসা বাধে মনে
মন কোণে যতবার ভয় করে ভিড়,
তুড়ি মেরে উড়ে দাও দ্বিধা সংশয়
আবার দাঁড়াও তুমি উঁচু করে শির।
যতবার দুর্ভোগ কড়া নাড়ে দ্বারে
যতবার হতাশায় ভেঙে যায় বুক,
আপনার বিশ্বাসে তাকাও সুদূর
ভাবো, পেছনের ব্যর্থতা ছিল কৌতুক।