মানুষের আত্মার মাঝেই যদি বাস করে ঈশ্বর স্বয়ং
তবে কোন্ ঈশ্বরের নৈকট্য লাভে তাদের এতো ব্যাকুলতা
মানুষকে হত্যা করে?
বুকে মাইন পেতে কোন্ স্বর্গ খুঁজছে তারা মৃত্যুর পরে?
গ্রেনেডের স্প্রিন্টারে!
কে-বা দিবে উপহার-সেই স্বর্গ তাদের? ....ঈশ্বর?
মৃত্যুর পর যে ঈশ্বরই তাকে পুনরুত্থিত করবে হাশরের মাঠে
সেই ঈশ্বরই আজ তাদের সুইসাইড বোমার আঘাতে মৃত,
মানুষের আত্মার সাথে সাথে ঈশ্বরের লাশও পচে-গলে গেছে
সেই কবেই!
১৬/৭/২০১৬