সুখ এমন এক জিনিস
যা তোমার দরজায় এসে
নিজ থেকে টোকা দিবেনা,
তাছাড়া সুখ কিনতেও পাওয়া যায়না;
সুখী হতে হয় ।
তাহলে মলিন মুখে বসে আছো কেন ?
গতকালের ঘটনায় নিজেকে দোষী ভাবছো ?
আস্তে ও কম কথা বলো,
অন্যের প্রসংশা করো, সমালোচনা কি না করলেই নয় ?
কোন কিছুরই দোষ খুঁজতে যেয়োনা,
কাউকে নিয়ন্ত্রিত বা উন্নত করার কোন প্রয়োজন নেই।
১৩/৭/২০০৭