যেদিন আমার অনেক টাকা হবে, সেদিন আমি একটা দ্বীপ কিনে ফেলবো
একেবারেই নির্জন মানুষ শূন্য কোনো দ্বীপ।
ছোট্ট হলেও সমস্যা নেই, আমি চাই জাষ্ট রুম এনাফ আইল্যান্ড;
শুধু দাঁড়ানোর জন্য একটুখানি জায়গার প্রয়োজন সেখানে_
মাথার উপরে বিস্তীর্ণ নীলাকাশ, চারপাশে অথৈ জলরাশি, সমুদ্রের গর্জন- পায়ের কাছে আছড়ে পড়া ঢেউ!
ছোট্ট সে দ্বীপের একখণ্ড শৈবালের উপর হাঁটু গেড়ে বসবো অন্ধকার নেমে এলে,
তারপর গগনবিদারী চিৎকার করে কাঁদবো বিরতিহীন_ সকাল-বিকেল-সারারাত!
এই ব্যস্ত নাগরিক জীবনের কোলাহলে আমি প্রাণ খুলে কাঁদতে পারি না
এই ব্যস্ত নাগরিক জীবনের কোলাহলে আমি কেঁদে কেঁদে হালকা হতে পারি না।
সত্যিই; আমার যেদিন অনেক টাকা হবে, আমি পুরো একটা দ্বীপ কিনে নিবো;
আমার রোদনভরা দুঃখী মুখ দেখে-
আমার মাতম শুনে কেউ যেন আমাকে প্রশ্ন না করে আমি কাঁদছি কেন?
আমার হাহাকার অন্য কাউকে স্পর্শ করুক আমি তা চাই না
সেদিনের দুঃখ উদযাপনে কেউ আমার সঙ্গী হোক আমি তা চাই না।