সাগরের জলে ডুবে যেতে যেতে
ধরেছিলে তুমি বাঁচতে যে হাত,
তীরে উঠে দেখো নিচুজাত সেতো
তখনি তোমার গেল বুঝি জাত!
সাবান শ্যাম্পুতে বারবার ধুয়ে
গায়েতে লাগাও আতর,
ভাবো, এরচেয়ে ছিল ডুবে মরা ভালো
নিচুজাত ছুঁতো না গতর!
হে ভেদাভেদকারী! জন্মান্ধ তুমি
দৃষ্টি এখনো পেলেনা,
জাত বিভেদে অভিজাত মেলে
মনুষ্যজাত মেলেনা।
মানুষ আর পশু এই দুই ছাড়া
জাত নেই পৃথিবীতে,
মানুষে মানুষে ভেদাভেদ খোঁজে
অমানুষরা ধরণীতে।