আবার সন্ধ্যা নামে শহরের ফুটপাতে
সীমাহীন অমানিশা সাথে অলিগলি হাঁটে রাতজাগা পথিক এক
অব্যক্ত অনেক কথা, বিষাদের অসুখ সাথে
সাম্রাজ্যবাদের চাপা কষ্টে হয়ে যায় সকাল তার

যদিও জানে সে, দুঃখী জনের জীবনে কখনো হয় না সকাল
এই নির্দয় শহরের রাজপথে জমে থাকা স্যাঁতসেঁতে বেদনাকে
শুকাতেই কেবল দিবাকরের প্রাত্যহিক আয়োজন....

সারাদিন মন ভার
সারাদিন দুঃখ অপার...

বহুরাত জেগে থাকা চোখে খুঁজে ফিরে সে
           হারিয়ে যাওয়া সন্ধ্যা আবার
এই তিলোত্তমার ফুটপাতে সারাদিন খুঁজে ফিরে-
     একদিন গভীর রাতে জোনাকির বনে ফেলা আসা অতীত সময়...