একটু পেলেই ফোকা
চ্যাপ্টা মেরে লুকিয়ে পড়ে
বানিয়ে মোদের বোকা।
রক্ত খেয়ে বাঁচে
রক্তের ঘ্রাণ পেলে ওরা
মহানন্দে নাচে।
সারাবেলা থাকে ঘুমে
রাত্রি এলে পেট ভরাবে
মানুষের দেহ চুমে।
করে বাস মিলেমিশে
ডিম পেড়ে বাচ্চা ফোটায়
ভীষণ বে-হিসেবে।
হোকনা ক্ষুদ্র যতই
কালে কালে ওরা চুষেছে রক্ত
ধনী গরিবের কতই!
রচনাকালঃ- ০৪/৭/২০২০