অর্থহীন এক প্রাপ্তির খোঁজে কেটে গেলো সারাটা জীবন
অদেখা স্বর্গের খোঁজে হয়ে গেলো জীবন পাড়_
জানি না আর কত নির্জনতার রোদে ঝলসে যাবে রিক্ত হৃদয়
আর কতকাল আশার প্রদীপ জ্বেলে বসে থাকবো সংশয়ে
কারো অপেক্ষাতে-
আরও কত সুদীর্ঘ হবে আমার সুখের অভাব?
আমার আকাশ ভরা আজ নিরাশার মেঘ
কিছু না পাবার উৎকণ্ঠা
শূন্য হাতে বাড়ি ফেরার ভয়
হায়! আমার দুঃখ কেউ বোঝেনি কখনো
আমার প্রতীক্ষা কিসে কেউ জানতে চায়নি কোনোদিন,
এই ভীষণ বিভ্রান্ত বেলায় তবু আমি একা বসে আছি শৃঙ্খল বেড়ি পড়ে
কোটি শতাব্দী ধরে
অপার্থিব কোনো পূর্ণতার খোঁজে__