ইচ্ছের বনসাইগুলো শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে
স্বপ্নের ডালপালাও ব্যথায় কাতর
এ জমিন ভীষণ খরার
স্মারকবেদীর সত্তায় চিরন্তন অনাবৃষ্টি!
ফিরে আয় তুই
এইবেলা শ্রাবণের মেঘ,
একপশলা আলিঙ্গনে ভাসাতে রুক্ষ ভূমি;
আমি এখনো মধ্যরাতে উদগিরিত মরীচিকার সীমান্ত শহরে
হাতড়ে খুঁজি তোর মায়াবী প্রতিচ্ছবি,
স্বপ্নভঙ্গের বিভ্রমে গাঁথি শ্লোক
অন্ধকারের গ্রীবায়।