আমার ক্ষণজন্মা বিকেলের সুখ
আমার তপ্ত বালুকাবেলার চোখ
ইতস্তত কাতর, ফুরিয়ে যাচ্ছে বেলা_
আমি যেন পিপাসার্ত মরুর শুষ্ক জনপদের ঠোঁট,
আমি যেন
নাভিশ্বাসের প্রান্তরে পড়ে থাকা তুষারাদ্রির কাফন!
জীবন কেটেছে বহু অগ্ন্যুৎপাতের স্নানঘরে;
হে স্বর্গীয় আনন্দধারা
বহুবার অশ্রু হয়ে ঝরে বাড়িয়েছ হাহাকার!
এইবার হৃদয় ছুঁতে চাই_
এইবার প্লাবন জলে ভাসাও
জীবনের ভুলে ভরা যত পান্ডুলিপি_