হতাম যদি নেতার ছেলে
পথ চলতাম হেলেদুলে
দু'হাতে ওড়াতাম টাকা,
হেলপার মামাও চিনতো আমায়
সীট রাখতো ফাঁকা;
হতাম যদি বড় ডাক্তার
রুগী আনতো খুঁজে মোক্তার
থাকতো নিজের ক্লিনিক,
টেস্ট করাতাম হরেক রকম
জানা আছে টেকনিক;
হতাম যদি থানার পুলিশ
রোজ আসতো অনেক নালিশ
ধরতাম খুঁজে চোর,
খুশি মনে সবাই দিত
না করতাম জোর;
হতাম যদি স্কুল মাস্টার
ছুড়ে মারতাম চক ডাস্টার
শেখাতাম কায়দা-আদব,
থাকতো সবাই আলিফ হয়ে
কেউ হতোনা বেয়াদব;
হতাম যদি বঙ্গ কবি
ছন্দে আঁকতাম রূপক ছবি
রাখতাম বড় চুল,
লিখতাম বহু প্রেম কাব্য
ফুটতো প্রেমের ফুল।