গতকাল সারারাত জেগে জেগে
হিসেব কষেছি দেনা-পাওনাগুলোর।
প্রতীতি’র একপাশে রেখেছিলাম জীবনের যত অপূর্ণতা-
দুঃখ-কষ্ট আর হতাশার স্তুপ,
আর অন্য পাশে রেখেছিলাম প্রাপ্তিগুলোর হিসেব….।
প্রসব ব্যথার সীমাহীন কষ্ট থেকে জননির পরিত্রানের স্বস্তিটুকু ছাড়া
প্রাপ্তির থলিটা ছিল একেবারেই শূন্য!
অমাবস্যার বিন্যস্ত অন্ধকারের মাঝেও থাকে কিছু আলোকিত প্রতিশ্রুতি
আমারটা তবে কোথায়?
ঘোষিত বৈদূর্যের অংশীদার হতে হলে আর কত সহস্র রাত
সাধনায় ডুবে থাকতে হবে আমাকে?
আর কতবার জন্ম নিলে প্রাপ্তির থলিটুকু অভিশাপ মুক্ত হবে?
২০/৮/২০১৬