সারারাত জেগে থাকি জড়িয়ে ঘুমের বিষাদ
অলেখা শ্লোক ভাসে আধো ঘুম স্মৃতির ডাইরিতে
দু চোখের পাপড়িতে লেপ্টে থাকো স্মারক চিহ্ন তুমি,
হৃদয়ে কড়া নাড়ে কবেকার গভীর অসুখ
আঁধারের ক্যানভাসে বুকের দেয়ালে লেখা আছে তার দাগ
সারারাত জেগে থাকি সারারাত ঘুমের বিষাদ।