গাফফার মাস্টার
ছুঁড়ে মারে ডাস্টার
ডান কান মলিয়ে
বাম কানে ঠাস্,
হাবভাব যমদূত
সাক্ষাৎ কিম্ভূত
রগচটা ভাবটা
তার অভ্যাস।
অতি সাদা মনটা
ই-য়া বড় দিল্'টা
জ্বেলেছেন আমরণ
শিক্ষার আলো,
আজ তিনি বহুদূর
তবু পাই কর্পূর
পরকালে তাকে তুমি
রেখাে প্রভু ভালো।