এভাবেও ভালোবাসা যায় সীমাহীন, ভেবে দেখো দুজনার
দেখা নাই কতোদিন! কতোদিন দুজনার হয় নাকো কথা
টিকে আছে অমলিন ভেঙে সব প্রথা।

ভালোবাসা ধুলো জমে হয়নিকো ফিকে, সুবাসিত কর্পূর
আজো চারিদিকে, বাঁকা চোখে যদি কেউ করে তবু উপহাস
তবেই না এই প্রেম অনাগত ইতিহাস।