অন্ধকারের আড়ালে কেন?
আলোতে আসো ফিরে
সম্মুখে এসে হাতটি বাড়াও
রয়েছ কেন দূরে?
অভিমান ভুলে চাইছি আমি
তোমার শুভকামনা
একা একা বইছো কেন
আদিম পাপের যন্ত্রণা!
নিভৃতে নয় প্রকাশ্যে আসো
চিরসবুজ-শুভ্রের পাশে
ফিরে এসো হে ছদ্মবেশী
ফিরে এসো বীরবেশে।