নাও, বেছে নাও তোমার যা খুশি;
আমার যা কিছু ছিল সবই বিছিয়ে দিলাম!
প্রিয় হাত ঘড়ি, ডিকশনারি, গতমাসে কেনা আইফোন
                              সব এখানে আছে;
বিশ্বাস করো,পরনের এই পাজামা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই,

হে প্রিয়তমা, হে প্রেমিকা আমার-
তোমার ভালবাসার কাছে এই সবই তুচ্ছ জানি
বেছে নাও
নাও__

ও_হো__, একটু দাঁড়াও, ড্রয়ারে ব্যাংকের চেকটা আছে
নিয়ে আসি_

প্রেমিকা এগিয়ে আসছে_
এক্কেবারে নিশ্বাস দূরত্বে এখন_

অত:পর, সে আমার চশমাটা খুলে নিলো_

এরপর সব ঝাপসা___