আকাশের দুয়োর আজ খুলে গেছে বুঝি
ঝেঁপে ঝেঁপে নামে জল ভাসে মাঠ ঘাট,
দমকারা মাঝে মাঝে এসে দেয় দোলা
ডোবা-নালা-খাল জুড়ে কুনোদের হাট।
বৃষ্টিতে ভিজে নদী, ভিজে গাছপালা
সজীবতা ফিরে আসে প্রকৃতির বুকে,
মাঠে মাঠে চাষী ভাই করে হালচাষ
মাঝি সব নাও ছেড়ে গান ধরে সুখে।
সারাদিন ঘর কোণে শুয়ে বসে থাকা
খিচুড়ি অমৃত লাগে ডিম ভাজি সাথে,
কদম কামিনী ফুল গাছে গাছে ফোটে
শিমুলের ডালে বসে শালিকেরা মাতে।
রিমঝিম বৃষ্টি সারাদিন চলে
নদীনালা খালবিল ভরে একাকার,
মন চায় ফিরে যেতে কৈশোর বেলা
এমন বাদল দিনে ভিজতে আমার।
ঘুমাতে পারিনা আমি আষাঢ়ের ডাকে
একা একা রাত জেগে তার গান শুনি,
টিন চালে নেচে নেচে করে যায় খেলা
বৃষ্টির ছন্দ তালে কবিতাকে বুনি।