যা পাবো না কখনো
তাই শুধু পেতে চায় মন,
যা হবে না কখনো
তাই হতে চাই সারাক্ষণ।
যা ছিলো না চাওয়া
সে থাকে হৃদয়ের দাগে,
যা যাবে না পাওয়া
তাকে পেতে বড় সাধ জাগে।
যাকে ডেকেছি কাছে
মুখ ফিরে চলে যায় দূরে,
যাকে তাড়ায় দূরে
সে আসে বারবার ফিরে।
যাকে করেছি ঘৃণা
জ্বালায় সে জীবনে আলো,
যাকে বেসেছি ভালো
সেই আজ বেশী কাঁদালো।