তোমার চোখে স্বর্গ যে ভূমি
আমার চোখে তা জাহান্নাম
তোমার চোখে স্বর্ণ যা লাগে
আমার চোখে তা ইটের খাম;
তোমার চোখে লাগে যা ভালো
আমার চোখে তা ঘৃণা
তোমার চোখে যা আপত্তিহীন
আমার চোখে তা জেনা;
তোমার চোখে স্বাভাবিক যেটা
আমার চোখে তা অস্বাভাবিক
বাহবা কুড়াও তুমি যে কাজে
আমি জানাই তারে ধিক্;
তোমার চোখে লাগে যা সাদা
আমি দেখি তারে কালো
মন্দ বলে তাড়াও যাকে তুমি
আমি বাসি তারে ভাল;
তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলো যাহা
আমি তাহা কুড়ে আনি
বি শ্রদ্ধায় দূরে ঠেলে দাও যারে
ঈশ্বর-ভগবান তারে মানি;
স্বপ্নে তুমি আকাশ ছুঁতে চাও
মাটি পানে আমি চাই
তোমার আমার ব্যবধান মাঝে
পূর্ণতা আমি পাই।
১৯/৭/২০১৬