এই পবিত্র মাসে ভিখারিকে ফিরিও না খালি হাতে
যেটুকু সামর্থ্য তোমার খুশি মনে দাও তার পাতে;

তোমার দেয়া ভিক্ষার সামান্য দুটি টাকা
কোরমা-পোলাও নয় সে কিনে খাবে শাক পাতা;

আর যদি না পারো বিদ্রূপ ছলেও ধমক দিও না কভু
অভাগা হয়ত কইবেনা কিছু, তবে সইবে না তার প্রভু।