চারপাশে সারারাত জেগে থাকে নষ্টালজিক কোলাজ
রোমন্থন চোখ রেখে
হেঁটে যাই বহুদূর আমি__
জন্মের সনদ হাতে পেছনে নির্বাক চেয়ে থাকে নুনজিলি;
জানি, স্মৃতিগুলো তার বিষাদের সমুদ্রে ভাসা তরী
সুখগুলো দুঃখের চাদরে ঢেকে রাখা মুখ_
ঝাপসা চোখে আমি
পেছন ফিরে তাকাইনি কখনো।
(নুনজিলি একটা নদীর নাম)