যতটুকু কাছে আসলে ভালোবাসা হয়
যতটুকু কাছে আসলে কেউ হয় ভীষণ আপন
ততটুকু কাছে কেউ আসেনি জীবনে
ততটুকু আপন কেউ ভাবেনি আমায়__
কেউ কোনোদিনও জানতে চায়নি
আমার একাকিত্বরা কতটা নিঃসঙ্গ ভীষণ!
কেউ কোনোদিন জানতে চায়নি
আমার বেদনাগুলো গোধূলি বেলায় কতোটা সুদীর্ঘ অতি__
আমার নিঃসঙ্গতা জানে শুধু মধ্য রাতের আঁধার
এই শূন্য হৃদয়ের হাহাকার জানে মহাশূন্যের বিষাদ
আমি সারাটা জীবন উদ্বাস্তুর মতো ভেসে
বয়ে নিয়ে বেড়াচ্ছি নিগূঢ় মেঘের বোঝা
আমি সারাটা জীবন পৃথিবীর উর্বর হৃদয়ে ছিটাতে চেয়েছি প্রণয়ের বৃষ্টি অধিক__
আমাকে একবার ডাকো
আমাকে একবার ভালোবেসে চাও
আজন্ম ভালোবাসাহীন দুচোখের বৃষ্টিতে ভেজাবো-
তুমি প্রেয়সীর শাড়ির আঁচল।