যতবার এই রিক্ত হাতের দিকে তাকাই
নিজেকে খুব বেশি ঋণী মনে হয়
আকাশের অসীম শূন্যতা এসে ভর করে তালুর অস্পষ্ট রেখায়,
সেখানে নিঃসঙ্গতা ছাড়া আর কিছুই দেখি না অতীতের আয়নায়
আমি হারিয়ে যায়, আমি বিক্রি হয়ে যাই
     অন্য কারোর ইচ্ছায়।



০৫/৭/২০১৬