যেখানেই থাকো তুমি কাছে কিবা দূরে
কোনো কুস্পর্শী কখনো পারবে না ছুঁতে,
আমি এক অদৃশ্য লোহার প্রাচীর
আমি তোমার
শরীরের ছায়া।
হয়তো সময়ের শাশ্বত বিবর্তনে-
নগ্ন আঁধার মুছে দিবে মূর্ত নিদর্শন,
চৈত্রের মেঘ পঁচে-গলে হয়ে যাবে নিঃস্ব তখন,
চির শয্যার মাটি চেপে ধরে পারাবে আমায় ঘুম!
তাতে কী!
এই অন্ধকারের প্রতিটি ভাঁজে সেদিনও রেখে যাবো অস্তিত্ব আমার।
ভয় নেই, এই রাত্রি তোমার।
জেনে রাখো, অমানুষরা সব দিনের আলোতে সাধু!
আলোকোজ্জ্বল দিবালোকে লিপ্সু চোখগুলো
ঢাকা থাকে রঙিন চশমার ফ্রেমে।
রাত্রি নামুক, হোক গভীর আরও
ধৈর্য ধরো___
হ্যাঁ, এখনই সময়
বাইরে এসো
বন্ধুকে খুঁজে নাও রাতের আঁধারে নেমে___
২৬/৬/২০২০