বারবার তোমার কাছে যেতে ইচ্ছা করে মন,
কিন্তু সীমান্তে কাঁটাতারের সুউচ্চ দেয়াল
সতর্ক দাঁড়িয়ে থাকে অস্ত্রধারী সেপাইয়েরা
রাইফেল তাদের রক্ত নেশায় ব্যাকুল
ভয় হয়, হয়ত ঝাঁঝরা করে দিবে বুক
অবৈধ অনুপ্রবেশকারী ভেবে আমায়।
কত জাতি সত্তায় আলাদা হয়েছি আমরা
সংকীর্ণ মনে দিন দিন
কংক্রিটের দেয়ালে বিভক্ত হয়েছি
সভ্যতার পঞ্জিকায় ক্রমাগত,
কোথাও তার নাম দিয়েছি ভিয়েতনাম-ভারতবর্ষ
কিংবা উরুগুয়ে।
অথচ দেখো, অন্য কোন গ্রহে নেই এই তারকাঁটার বেড়াজাল
অন্য কোন গ্রহে নেই এমন স্বাধীনতাকামী হিস্রতা
রক্ত নিয়ে মাতামাতি।
আহা! পাখিদের নেই কোন দেশ, পাখিদের নেই কোন
পাসপোর্ট-ভিসার বালাই।
আজ তোমার কাছে ফিরে যেতে
পাসপোর্ট ভিসার কঠিন শর্ত আরোপ
সীমান্তে সীমান্তে কত চেকপোস্ট বসা!
ইমিগ্রেশন পুলিশের কড়া তল্লাশি
কেবলই বাঁধা হয়ে দাঁড়ায় আমার ফেরার পথের স্বপ্নে
কেবলই বাঁধা হয়ে দাঁড়ায় তোমার আর আমার
বহু দিনের বিচ্ছেদ ঘুচানোর পথে।
০৬/৭/২০১৬
সোবহান শিল্প এলাকা
কুয়েত