পান খসলে চুন
তেলে-বেগুনে জ্বলেন যারা
নেইকো তাদের গুণ

নেইকো তাদের মান
গায় নিজের গুণগান
পরের ভালো দেখলে পড়ে
জ্বালেন ক্ষোভে উনুন

বদমেজাজ আর গালি
এইটুকুই তার খালি
তাদের ভেতরে লুকিয়ে আছে
অসুস্থ এক মন।