সন্ধ্যা মালতীর গান বাজে রাত্রির জরায়ুতে
পথের দুঃখ আঁকা বুকের দেয়ালের অভিমান খসে পড়ে
নক্ষত্রের জলসা ঘরে সারারাত_
একাকিত্বের সম্মোহনী আহ্বানে একদিন
কে যেন ডেকেছিল গভীর অন্ধকারে আমায়;
পৃথিবীর সব পাঠ চুকে নির্জনতার আঙিনায়
হারিয়েছিলাম আমি তার শাশ্বত সুধার গহ্বরে,
তার পাশে বসে সারারাত তাকে শুনিয়েছিলাম বন্ধুর পথে
একাকী দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্টের ইতিহাস,
তাকে আমি শুনিয়েছিলাম ফেলে আসা সব দুঃখের অতীত_
তারপর দু’জন জড়াজড়ি করে কেঁদে
মোড়ক উন্মোচন করেছি একাকিত্ব ছুঁয়ে যাওয়া জীবনের গল্পের;
এই নির্জন গৃহে আমি আর আমার একাকিত্বের বিমূর্ত সংসার এখন
কেটে যাচ্ছে বেশ
কেটে যাচ্ছে অভিযোগহীন।।