শুধু শুধু অধিকার দাবি করে বসি,
একান্ত প্রাচীর ডিঙিয়ে হতে চাই আপন অকারণে;
ভুলে যাই
আমার সান্নিধ্যে ভীষণ বিব্রত হও তুমি!
ইদানিং ভুলে যাওয়ার অসুখ করেছে ভীষণ
কোনো অষুধেই হচ্ছে না কাজ কোনও ;
করি কি এখন বলো?
খুব সহজেই সবকিছু ভুলে যাই আমি
খুব সহজেই ভাবি সবাইকে আপন,
ভুলে যাই
সত্য আর মিথ্যার ব্যবধান, শূন্য আর পূর্ণের ফারাক;
ভুলে যাই দুঃখ-কষ্ট, ভুলে যাই কারো দেয়া ব্যথা_
অতীত আর বর্তমানের বিস্তর ব্যবধানটুকু ছাড়া
আজকাল সবকিছু ভুলে থাকতে ভালো লাগে_