কোথায় গেল কবিতারা আজ চলে
খুঁজে খুঁজে দিশেহারা মুসাফির কবি
কলমের দাগে ভ্রষ্ট বধির ছোঁয়া
নদীজলে ভাসে কবিরই প্রতিচ্ছবি।
গভীর রাতে কাব্যরা অঘোর ঘুমায়
লজ্জিত কবি মুখটা ঢাকেন নত
পুঁজের রক্তকে অমৃত সুধা ভেবে
অক্ষম কবি পান করে অবিরত।
আকাশ বাড়িতে স্পষ্ট মেঘের ভিড়
যে কোন সময় বজ্ররা উঠবে হেসে
প্রতিজ্ঞ কবির নিশ্চল কলম খানা
বারোটি চরণ লিখে দিলো অবশেষে।
17-6-2016, 1145 pm
Kuwait City