হাত বাড়ালেই বাঁধভাঙা শাশ্বত সুন্দর
ধোঁয়াশার সুগন্ধে মাতোয়ারা প্রান্তর
জোছনার অসম বৃষ্টিতে ভিজে ভিজে সিক্ত হচ্ছি
এই আমি;
আহা! কী আভিজাত্যে নির্জনতার চিবুকে অজস্র উল্লাসে চুমু দিচ্ছে
অন্ধকারের রোদ!
আজ সারারাত জোছনার সুগন্ধে সমৃদ্ধ হবে কবির আঙিনা ঘর
আজ সারারাত কবিতার সাথে নৈশব্দের বাসর।
আজ ভাষাহীন ভাবনাগুলো ঠাঁই পাবে ডাইরির পাতায়
অনুভূতির ডানারা সব
নীল কুয়াশায় পূণ্যস্নান করে
হয়ে যাবে কবিতার অক্ষর।