উঁচু তলার বাবুমশাই
পুকুর চুরি করেন,
চুরির টাকা হুন্ডি করে
দেন পাঠিয়ে ফরেন।
লুটের টাকায় বাবুমশাই
কিনেন ভেরন গাড়ি,
আলমারিটার ভল্টে জমা
টাকা কাড়ি কাড়ি।
বিলেত দেশের বেগমপাড়ায়
প্যালেস আছে ছ'খান,
সেখানে তেই সেটেল্ড হবেন
তাই তো আখের গোছান।
দেখতে তিনি লেবাসধারী
দেশ প্রেমিক এক সাচ্চা,
তাহার চোখে আমরা সবাই
চোর ছ্যাঁচোড়ের বাচ্চা।