চুরি করতে আসিনি স্যার___, এসেছি
রাইফেল থেকে ছোড়া বুলেটের খোসাগুলো কুড়াতে,
এসেছি
ক্রসফায়ারে পড়ে থাকা লাশের শরীর থেকে
তুলে নিতে বুলেটের সীসা,
ভাঙারির দোকানে ওগুলো খুব চলে__
যদি বাঁধা দেন তো
ক'ফোটা গোলাপের স্বপ্ন মেখে নেব অভুক্ত পেটে,
নিশ্চয়ই অপূর্ণ অনেক স্বপ্ন
সাথে করে নিয়ে গেছে ও___
এখনো সাদাকালো দুচোখ রঙিন স্বপ্ন দেখে
ছোট্ট দুহাত সারাক্ষণ ছুঁতে চায় রঙধনু; ব্লাডব্যাংকে
ভাড়া দিয়ে এসেছি নিশ্বাস
দুকেজি চাল কিনে বাড়ি ফিরতে পারলেই আমি খুশি,
আমাকে ছেড়ে দিন স্যার
আমি খুন করিনি.....