সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে
বদলে গেছে পৃথিবীর মানচিত্র-জলবায়ু
বদলে গেছে মানুষের চাওয়া, মুখের আদল
এই মরূদ্যান একদিন ছিল স্যাঁতসেঁতে ভূমি
বদলের রুক্ষতায় আজ সে ভীষণ নীরস!
নির্দয় শহরের বুকেও একদিন রাখাল চড়িয়েছে গরু;
ইট পাথরের এই যে তিলোত্তমা, হয়তো
এখানেও একদিন বিস্তৃত জলরাশি ছিল
সুবিশাল সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তো তীরে
সারাক্ষণ__
বহুদিন আগে দেবদারু শাখাগুলো ঝড় হয়ে উড়ে যেত দূরে
শতক্রোশ উড়ে উড়ে- গাঙচিলগুলো ঝাউবনে আসতো ফিরে,
আজ তারা সব হয়ে গেছে পরিযায়ী,
সিডরের ঝড় বেঁধেছে বাসা মানুষের মনে।
বিবর্তিত হাওয়ায় ভেসে এই নদী বহু আগেই হারিয়েছে গতি
সুখী প্রজাতিরা লিখিয়েছে নাম মহা বিপন্ন তালিকায়,
শান্ত কাকগুলো হয়ে গেছে হিংস্র শকুনের মতোন
বাঁচার তাগিদে প্রজাপতিগুলো বদলে ফেলেছে খোলস
পঙ্গপাল সেজে আজ তারা সুখে আছে বেশ!
শুধু এই আমি এখনো বড্ড সেকেলেই রয়ে গেছি!
শ্বাশত বিবর্তনের জানালা দিয়ে মনের ভেতর দেখি এক আসমানী সন্ধি;
যেখানে সবকিছুতে অর্থহীন বাড়াবাড়ি! আমি বদলাতে পারি না
আমি খোলস পাল্টাতে পারি না__
বিবর্তনের দুর্বোধ্য ধাঁধায়
আমি যেন এক অবিবর্তিত আদিম আদিবাসী!
রচনাকালঃ- ০২/৭/২০২০