তুমি আছো বুকের ভেতর
তুমি আছো মনে,
তুমি আমার আকাশ জুড়ে
তুমি চোখের কোণে।
তুমি আমার কৃষ্ণচূড়া
তুমি কদম ফুল,
তুমি আমার বর্ষা-বাদল
তুমিই নদীর কূল।
তুমি আমার দিবানিশি
তুমি শ্রাবণ জল,
তুমি আমার ছন্দ বুনার
সাহস-শক্তি-বল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.