আমাকে পাবে না খুঁজে মানুষের ভিড়ে
সেখানে থাকি না আর আগেকার নীড়ে,
বহু মাঠ নদী আমি পাড়ি দিয়ে শেষে
অসীম শূন্যতায় দাঁড়িয়েছি এসে।
আমাকে খুঁজো না আর মানুষের ভিড়ে
প্রস্তর ভ্রষ্টতা আমায় রেখেছে ঘিরে,
শূন্য অবয়বে অসীমের চোখে
দূর থেকে দেখে যাই, আছো কত সুখে।
বড় বেশি অসময়ে পৃথিবীতে এসে
পরাজিত হয়ে গেছি মুখোশের দেশে,
ফুল পাখি নদীজল তোমাদের পাশে
হয়ে গেছি বেমানান আমি অবশেষে।
অসীমের পথে পথে আমি একা ঘুরে
শুভ্রতা পাঠিয়ে দিই নিজ হাতে কুড়ে,
চাই, সব ভালো লাগা তোমাদের থাক
জীর্ণতা যত আছে সব মুছে যাক;
চারিপাশে দেখো কত আনন্দ খেলা
খেলা ছলে কেটে যাক তোমাদের বেলা।