আজ আমি এই মোহন বেষ্টনী ছেড়ে চলে যাব
চলে যাব মেঘহীন হেমন্তের নির্মল আকাশের কাছে,
চলে যাব
অজস্র মেরুর বাঁক পেরিয়ে বহুদূর
কাঁদা মাখা কোনো মাটির গভীর,
চলে যাব হীনমন্য বৈরিতায় ঢেউ হারা
কোনো এক নদীর বালিয়াড়ি কান্নার
নৈশব্দে;
তারপর,
সত্যি সত্যি হয়ে যাব
পৃথিবীর দীর্ঘতম দূরের আড়াল___
যে কটা দিন বেঁচে আছি
সবটুকু ধ্যানে নিবিষ্ট থাকব পূজ্যতূল্য শস্যের শেকড়
যে কটা দিন বাঁচি
পরম বিশুদ্ধে পালন করবো অশ্বত্থের নিরবতা।
সত্যি, আজ আমি চলে যাব আমার যা কিছু ছিল
সবকিছু ফেলে
হয়ে যাব সারারাত কেঁদে ফেরা
রাতচোরা পাখির বিলাপ,
হয়ে যাব ঝরে পড়া সোনালুর পাপড়ি মলিন__
আমার স্মৃতির উঠোন ভীষণ গন্ধ বিলায়ে ডাকে
বনফুলের মাতাল আতর
আমার স্মৃতির উঠোন রূপকথার গল্প সাজায়
আঁধারের ঘোমটা টেনে;
বিভ্রমে কাছে ডাকে সলতে পোড়া মাটির কুপী
আমাকে বিদায় বলে দাও
আমাকে বিদায় বলো__