মিথ্যারা তেঁতুল বিলায় ছাপানো অক্ষরে
হামলে পড়ে চেটে খায় পথের রাখাল
সবুজ ফসলের মাঠ শুকিয়ে চৌচির
সেচের অভাবে

মাঝরাতে ফুরিয়ে যায় রিলিফের আলো
শর্করাতে মিলছে আমিষ লোভনীয় বিজ্ঞাপনে-
কাঙাল বহুবার মরেছে আগেও
কাঙালি স্বভাবে

স্বার্থের নিশ্বাসে অমানিশা দেখে না ভোরের আলো
মাইলস্টোন হাতে সারারাত দাঁড়িয়ে থাকে মানববন্ধন
একা_
এই ঘোর আঁধার রাতে কে যাবে লণ্ঠন হাতে? কে গাইবে
প্রভাতফেরীর গান? 

কে বলে দিবে হিসেব কষে- আলোর মিছিল কত দূরে?
কত দূরে?