মসৃণ পথে ঝংকৃত নুপুর
উল্লাসে তামাশায়,
স্রোতস্বীনি সুকান্ত অবাধ্য নেশায়
ছোটে কার ইশারায়?
বন্ধুর পথে সুনসান ভয়
নির্দয় গিরিখাত,
জীবনের তরী মোহনায় ভাসে
মিছে সব আহ্লাদ।
অমূলক নয় হিসেবের খাতা
ঝুলছে সপ্তলোকে,
ভাটির মায়ায় ভেসে যায় যেবা
সে কলুষেই ডুবে থাকে।