হে কবি...
তোমার স্বর্গের দরজা এখনো বন্ধ কেনো? ভোর তো হয়েছে সেই কখন!
জানালার পর্দা সরিয়ে সকালের সূর্যটুকু একবার উঁকি মেরে দেখো,
তোমাকে ফুলের অর্ঘ্যে ভাসাতে-শব্দের মালা গেঁথে
ব্যাকুল প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে অজস্র নব প্রজন্মের কবি!
হে কবি...
আজ এই শুভ দিনে-
ইচ্ছা ছিলো পৃথিবীর সব ফুল তুলে এনে-মালা গেঁথে
পাঠিয়ে দিই তোমাকে ভালোবেসে,
কিন্তু আমি জানি ফুলের চেয়েও তুমি ভালোবাসো কবিতাকে,
তাই তো পৃথিবীর বাগানে বাগানে আজ যতো ফুল ফুটেছিলো
সবগুলো ফুলের নির্যাস কবিতার ভাঁজে মেখে, পাঠিয়ে দিলাম
সহস্র মাইল দূরে-তোমার স্বর্গসম মহান অস্তিত্বের ঠিকানায়!
তুমি সুখে থাকো হে কবি, তোমার শুভ জন্মদিনে
এই আমার প্রার্থনা।
২৮/৮/২০১৬
সন্ধ্যাঃ ০৮.৩০মিঃ