অনেক হয়েছে দেনা, কিছু শোধ দিতে হবে তার
বঞ্চনার সব অনার্য হিসেব
ঘোচাবো পুনর্বার।
অনেক হয়েছে লুকোচুরি, এবার প্রকাশ্যে মাথা তোলা
কী লাভ শতায়ু দীর্ঘ জীবন
বেঁচে থেকে আরশোলা!
অনেক কেটেছে অশুভ আবিষ্টে_ বিনিদ্র রাত্রি যাপন
নৈরাজ্যবাদের লির্লিপ্ত মসনদে
ধরাবো এবার কাঁপন।
অনেক হয়েছে সহানুভূতি, অনেক হয়েছে ক্ষমা
ক্ষমতালিপ্সুর কপাটে বাজাও
পতনের দামামা__
অনেক হয়েছে পাপের পাহাড়, অনেক জমেছে ক্রোধ
কদর্য আবেশে আবেশিত হৃদয়
তুমি বড়ো নির্বোধ।
অনেক হয়েছে প্রতিশ্রুতি, অনেক মিথ্যা ভাষণ
ঘৃণিত ছেঁচো তোমাকে আগামীর
নর্দমায় সম্ভাষণ।