স্বপ্নগুলো এই জনপদের জৌলুস ভরা শব্দদূষণে বাঁধা
ইচ্ছে করলেও ছুঁতে পারিনা তাকে
কেবলই ঘুম ভেঙে যায় কোলাহলে।
সন্ধ্যা নামার পরেই চলে যাবো_
এই শহরের পরেই অচেনা রাস্তার শুরু,
অন্ধকারের ছায়াপথ ধরে বহুদূর_
অথৈ নীল জলরাশি কিংবা নির্জন অরণ্য পাড় হয়ে
চলে যাবো অনন্ত কোনো নৈশব্দের আতিথেয়তায়
তারপর সুউচ্চ কোনো পর্বতের গুহায়, অথবা
আদিবাসীদের ফেলে যাওয়া কোনো জীর্ণ জুমঘরে দিব দীর্ঘ ঘুম;
অস্তিত্ব আমার শেষ হয়ে গেলেও স্বপ্নেরা বেঁচে থাকুক
স্বপ্নগুলো স্বপ্ন দেখুক পৃথিবীতে
আমার স্বপ্নগুলো চলে যাবার পরেও স্বপ্ন দেখতে ব্যাকুল_